তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরের পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) গুড়ইল কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা আজিজুল ইসলামের পুত্র আব্দুল্লাহ আল-কাফির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। ভুক্তভোগীর পাওনা টাকা না দিয়ে কাফি বিদেশ পালানোর চেষ্টা করছে। জানা গেছে, ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার তানোর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী তালন্দ ইউনিয়নের (ইউপি) দেবীপুর গ্রামের মৃত ইয়াসিন আলীর পুত্র ইসাহাক আলী। লিখিত বক্তব্য ইসাহাক আলী বলেন, সিটি ব্যাংকের এজেন্ট শাখা খোলার সময় আব্দুল্লাহ আল কাফি বিভিন্ন প্রলোভন দেখিয়ে তার কাছে থেকে ১০ লাখ টাকা নিয়েছেন। কিন্ত্ত পরবর্তীতে কাফি সেই টাকা না দিয়ে প্রতারণা বিদেশ পালানোর চেষ্টা করছে। এমতাবস্থায় পাওনা টাকা আদায়ের জন্য ইসাহাক আলী বাদি হয়ে আব্দুল্লাহ আল কাফিকে বিবাদী করে আদালতে মামলা করেছেন যা বিচারাধীন রয়েছে। এদিকে আদালতে মামলা বিচারাধীন থাকার পরেও কাফি বিদেশ পালানোর চেস্টা করছে। ভুক্তভোগী প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন করেছেন মামলার বিচার কার্য শেষ না হওয়া পর্যন্ত কাফি যেনো বিদেশ পাড়ি জমাতে না পারেন। উল্লেখ কথিত সিটি ব্যাংক এজেন্ট কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফির প্রতারণায় অনেক মানুষ নিঃস্ব হয়ে পথে বসেছে। এবিষয়ে জানতে চাইলে আব্দুল্লাহ আল কাফি এসব অভিযোগ অস্বীকার করে বলেন, গ্রাহকের টাকা নিয়ে ঝামেলা ছিল সেটা মিটমাট হয়ে গেছে।