1. smsitservice007gmail.com : admin :
তানোরে প্রতিকুল আবহাওয়ায় মাছে মড়ক - সতেজ বার্তা ২৪
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:২১ অপরাহ্ন
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:২১ অপরাহ্ন

তানোরে প্রতিকুল আবহাওয়ায় মাছে মড়ক

তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪০৬ বার পঠিত

তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ


রাজশাহী তানোরে টানা তাপদাহের পর হঠাৎ ভারি বৃষ্টিতে অধিকাংশ পুকুরে গ্যাস ও অক্সিজেন সংকটের সৃষ্টি হয়েছে। এতে পুকুরে মাছের মড়ক দেখা দিয়েছে,  নানা প্রজাতির বিভিন্ন সাইজের মাছ  মরে ভেসে উঠছে। গত ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে উপজেলার বিভিন্ন এলাকার পুকুরে মাছ মরে ভেসে উঠার খবর পাওয়া গেছে। এতে মাছ চাষিরা চরম বিপাকে পড়েছে। তারা বলছে, কয়েক দিনের টানা  তীব্র গরমের পর হঠাৎ বৃষ্টিতেও মাছ মারা যাচ্ছে। এছাড়াও অধিকাংশ পুকুরে  এয়ারেটর (পানিতে অক্সিজেন সরবরাহের যন্ত্র) না থাকায় অক্সিজেনের যোগান দিতে পারছে না।  এসব পুকুুুরে ঠান্ডা পানি সরবরাহেরও কোনো ব্যবস্থা নাই।এদিকে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট  তথ্য জানাতে পারেনি স্থানীয় মৎস্য বিভাগ। তবে কর্মকর্তা বলছেন, সংকট মোকাবিলায় তারা নিয়মিত  চাষিদের বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছেন। জানা গেছে,  উপজেলার মুন্ডমালা পৌরসভার করিমপুর মহল্লার  জুয়েল রানা জানান, তার প্রায় এক একর আয়তনের পুকুরে  বহু কার্প জাতীয় মাছে মরে ভেসে উঠেছে। হাসনাপাড়া মহল্লার মাসুদ, জয়নাল রাশেদুল জানান, তাদের প্রায়  সাড়ে ৩  একর পুকুরে প্রায় আড়াই লাখ টাকার মাছ মরে গেছে। বৈদ্যপুর গ্রামের কালাম ডাক্তার জানান তার ২টি পুকুরে প্রায় ৩ লাখ টাকার মাছ মরে গেছে তবে কিছু মাছ বিক্রি করতে পেরেছেন।পাঁচন্দর ইউনিয়নের কচুয়া গ্রামের মোকছেদ জানান তার ৩ বিঘা আয়তনের পুকুরে প্রায় দেড় লাখ টাকার মাছ মরে গেছে। এছাড়াও বনকেশর গ্রামের আঃ বারি, শরিফুল ইসলাম ও কামারগাঁ ইউনিয়নের তোফাজ্জল হোসেন জানান তাদের পুকুরে অক্সিজেন সংকটের কারনে মাছ মারা যাচ্ছে। এছাড়াও কন্দপুর গ্রামের এনামুল, কাফি, বংপুর গ্রামের রফ, তানোরের ইয়াকুব-নওশাদ, রইস, কৃষ্ণপুরের ইব্রাহিম আর্মি, জুয়েল কাজী,পাঠাকাটার ইয়াকুব,কোয়েলহাটের মুকুল-বকুল, হরিশপুরের সারোয়ার ও ধানতৈড়ের জুয়েলসহ অনেক মাছ চাষির পুকুরের মাছ মরে ভেসে উঠেছে। এবিষয়ে জানতে চাইলে তানোর উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাঃ বাবুল হোসেন  জানান, প্রচণ্ড খরায় পানি স্বল্পতা আর তাপমাত্রা বাড়ায় পানিতে অক্সিজেন কমে যাওয়ায় মাছ মরে যাচ্ছে। এছাড়া অতিরিক্ত দাবদাহের পর হঠাৎ ভারী বৃষ্টি নামায় তাপমাত্রার তারতম্যের কারণেও মাছ মারা যাচ্ছে। তবে তারা মাছ চাষিদের পরামর্শ দিয়ে যাচ্ছেন, তারা আশা করছেন দ্রুত সময়ের মধ্যে সমস্যা আর থাকবে না।

এ জাতীয় আরও খবর
Translate »