1. smsitservice007gmail.com : admin :
তানোরে স্বেচ্ছাসেবক লীগ নেতার দৌরাত্ম্যে  - সতেজ বার্তা ২৪
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৭ পূর্বাহ্ন
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৭ পূর্বাহ্ন

তানোরে স্বেচ্ছাসেবক লীগ নেতার দৌরাত্ম্যে 

তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ৮৫ বার পঠিত

রাজশাহীর তানোরের কামারগাঁ ইউনিয়ন (ইউপি) ওয়ার্ড সেচ্ছাসেবক লীগ সভাপতি পেটালেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে। কামারগাঁ ইউপির  ৪ নম্বর শ্রীখন্ডা ওয়ার্ডের মাঝিপাড়া গ্রামে জমিজমা  নিয়ে বিরোধের ঘটনায় ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সভাপতি পিযুষ কুমার একই ওয়ার্ডের আওয়ামী লীগের সম্পাদক দুলাল কুমারকে বেড়ক পিটিয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত সোমবার দুপুরে এই ঘটনা ঘটেছে। এদিকে ঘটনা ধামাচাঁপা দিয়ে ভিন্নখাতে প্রভাবিত করতে উল্টো পিযুষ কুমার বাদি হয়ে দুলালের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন। এঘটনায় গ্রামে উত্তেজনার পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়রা জানান, বেশ কিছুদিন আগে দুলাল কুমার মাঝিপাড়া-দমদমা রাস্তার ধারে নিজস্ব সম্পত্তিতে চাল তুলে দখলে নিয়েছে। তবে পিযুষ কুমার ওই জমি তার দাবি করে দুলালকে চাল সরিয়ে নিতে বলেন। এসময় দুলাল বলেন, জমি মাফজোক করে যদি পিযুষ পায় তাহলে সে চাল সরিয়ে নিবেন। কিন্ত্ত পিযুষ তাকে লাঠিপেটা করার হুমকি দিয়ে চাল সরানোর চেষ্টা করে। দুলাল বাধা দিতে গেলে পিযুষ তাকে কিল-ঘুষি মারে। এতে গ্রামবাসি বিক্ষুব্ধ হয়ে উঠে। এদিকে প্রকৃত ঘটনা আড়াল ও ধামাচাপাঁ দিয়ে ভিন্নখাতে প্রভাবিত করতে উল্টো পিযুষ বাদি হয়ে দুলালের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেন। অন্যদিকে অভিযোগটি নিষ্পত্তির জন্য উপজেলা প্রশাসন গ্রাম আদালতে প্রেরণ করেন। গ্রাম আদালত বিষয়টি গ্রামে বসে সীমানা নির্ধারণ করতে ৪ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) শরিফুল ইসলাম রাজাকে দায়িত্ব দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, গত ২ অক্টোবর সোমবার জমি মাফজোক চলাকালীন সময়ে উত্তেজিত হয়ে উভয় পক্ষ বিরোধে জড়িয়ে পড়ে। পিযুষের লোকজন দুলালকে লাঠিপেটা করে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গ্রামবাসি বলেন, তার পিযুষের দাপটে অতিষ্ঠ হয়ে উঠেছে। কৃষি জমিতে অবৈধ পুকুর খনন, খাস জমি দখল, স্ত্রীর বয়স কমিয়ে কামারগাঁ স্কুলে চাকরিসহ পিযুষের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। পিযুষ পুকুরে লাখ লাখ টাকা আয় করলেও ধানি জমি দেখিয়ে খাজনা দিচ্ছেন। সরেজমিন তদন্ত করা হলে এসব অভিযোগের সত্যতা নিশ্চিত হবে গ্রামবাসী জানান। এবিষয়ে জানতে চাইলে পিযুষ কুমার এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তার দাদুর নামে রেকর্ডভুক্ত সম্পতি দুলাল কুমার জোরপূর্বক দখল করে এতে তিনি অভিযোগ করেন। পরে জমি মাফজোকের সময় পূর্ব পরিকল্পনা মোতাবেক তার উপর হামলা চালাই বিবাদী দুলাল কুমার। এ ঘটনায় তিনি আবারো লিখিত অভিযোগ দিয়েছেন ইউনিয়ন পরিষদে। এবিষয়ে জানতে চাইলে বিবাদী দুলাল কুমার এসব অভিযোগ অস্বীকার করে  বলেন, পিযুষ তাকে মারপিট করে ঘটনা ধামাচাপাঁ দিয়ে ভিন্নখাতে প্রভাবিত করতে উল্টো তার বিরুদ্ধে অভিযোগ করেছে। তিনি সকল অভিযোগের সরেজমিন তদন্ত দাবি করেছেন।

এ জাতীয় আরও খবর
Translate »