ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আমুয়া ২নং ওয়ার্ডের তালতলা বাজারের সামনে ৭ দিনব্যাপী এক ঐতিহ্যবাহী অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠান যেন নয় যেন এক মিলন মেলা, এই মিলন মেলায় উঠেছে নানান ধরনের বাচ্চাদের খেলনার জিনিস, রয়েছে ট্রেন নৌকা চরক গাছ থেকে অন্যান্য জিনিস রয়েছে বাসা বাড়ির মাল জিনিস ছোপাছেট ডাইনিং টেবিল খাট আলমারি ছুকেজ সহ অন্যান্য জিনিস ৭ দিনব্যাপী এই মিলন মেলায় আনন্দিত এলাকাবাসীসহ দূর দূরান্তের মানুষ প্রতিদিন হাজারে হাজারে লোকজন, করছে কেনাকাটা কেউবা আসে ঘুরে দেখার জন্য, কেউ বা আসে বাচ্চাদের খেলনার জিনিস কেনাকাটা থেকে বাচ্চাদের চরক গাছ হইতে নৌকা ট্রেনে ঘুরানোর জন্য,