মানিকগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে পরাজিত হয়েছেন তিনবারের সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম।
রোববার (৭ জানুয়ারি) রাত ১১ টায় মানিকগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রেহেনা আকতার এ ফলাফল ঘোষণা করেন।
সিঙ্গাইর ও হরিরামপুর উপজেলা এবং সদরের হাটিপাড়া, পুটাইল ও ভাড়ারিয়া ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে ১৯৩ টি কেন্দ্র রয়েছে।এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৬ হাজার ৯৯৪।পুরুষ ভোটার ২ লাখ ৩৪ হাজার ৮৭৫,নারী ভোটার ২ লাখ ৩২ হাজার ১১৬ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন।
মানিকগঞ্জ-২ আসনের ১৯৩ কেন্দ্রের সবগুলোর ফলাফলে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলু ট্রাক প্রতীক নিয়ে ৮৮ হাজার ৩০৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মমতাজ বেগম (নৌকা প্রতীক) পেয়েছেন ৮২ হাজার ১৩৮ ভোট।স্বতন্ত্র প্রার্থীর কাছে ৬ হাজার ১৭১ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন কন্ঠ শিল্পী মমতাজ বেগম।
সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ বেগম ২০০৮ সালে মানিকগঞ্জ-২ আসনে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৪ ও ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে মমতাজ বেগম আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন।অপরদিকে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলু জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ।
এই আসনে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন আওয়ামী লীগের মমতাজ বেগম, স্বতন্ত্র প্রার্থী দেওয়ান সফিউল আরেফিন, স্বতন্ত্র প্রার্থী মুশফিকুর রহমান, স্বতন্ত্র প্রার্থী শাহাবুদ্দিন আহম্মেদ, স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলু, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের এ কে এম ইকবাল হোসেন, বাংলাদেশ সুপ্রিম পার্টির এম এ নাহিদ, কৃষক শ্রমিক জনতা লীগের তানভীর হাসান, বাংলাদেশ তরীকত ফেডারেশনের ফেরদৌস আহম্মেদ ও বাংলাদেশ কংগ্রেসের মো. জাকির হোসেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শামীম আহমেদ