রাজশাহীর তানোরের কলমা ইউনিয়নের (ইউপি) চন্দনকৌঠা গ্রামবাসীর উদ্যোগে একদিন ব্যাপী ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগীতা-২০২৪ আয়োজন করা হয়েছে।
জানা গেছে, ২৪ জানুয়ারী বুধবার চন্দনকৌঠা গ্রামবাসির উদ্যোগে এবং কলমা ইউপির ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) নাজিমুদ্দিন সরদারের সার্বিক সহযোগিতায় দরগাডাঙা মাঠে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগীতা আয়োজন করা হয়।
এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঘোড়দৌড় প্রতিযোগীতা উপভোগ এবং বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শফিকুল সরকার। এছাড়াও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।এদিকে এলাকার হাজার হাজার মানুষ ঘোড় দৌড় দেখতে সমবেত হয়।এমন নির্মল বিনোদনে এলাকার মানুষ মহাখুশি। তারা নিয়মিত ঘোড় দৌড়ের পাশাপাশি গ্রামীণ জনপদের হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী বিভিন্ন খেলা-ধুলা আয়জনের জন্য প্রধান অতিথির কাছে আবেদন জানান।